Ojanai Lyrics in Bengali and English from Love Vs Crush by Tanveer Evan featuring Mehazabien & Jovan is new Bengali song. Tanveer Evan has sung the song “Ojanai". Music composed by Piran Khan Lyrics written by Tanveer Evan & Piran Khan .
Ojanai song details:
Song: | Ojanai |
Singer: | Tanveer Evan |
Lyrics: | Tanveer Evan and Piran Khan |
Music: | Piran Khan |
Cast: | Mehazabien & Jovan |
Label: | Cd Choice |
Ojanai Lyrics
আমার অজানায় হলো কি
তোমাকে তা কখনো,
বুঝতে দেবো না।
দৃষ্টির পানে আকাশে চেয়ে
তোমাকে আমি খুঁজবো না,
আকাশের পানে চেয়ে চেয়ে
ভালোবাসি তা বলবো না।
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না,
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না।।
আগেও তো ভালো বাসতে তুমি
আগেও তো কাছে ডাকতে তুমি,
তবে আজ কেনো দূরত্বটা
সবচেয়ে কাছের,
ভালোবেসে কি ভুল করেছি আমি ?
তুমিও কি আমার মতো করে
একটু ভালোবাসবে না,
তুমিও কি আমার মতো করে
একটু কাছে ডাকবে না।।
Post a Comment