Tomar Naamer Gaan song details:
Song: | Tomar Naamer Gaan |
Singer: | Zakir Ahamed |
Lyrics: | Shornaly Mridha |
Music: | Zakir Ahamed |
Cast: | Ashick Iqbal Saif |
Label: | Zakir Ahamed OFFICIAL |
Tomar Naamer Gaan Lyrics
তোমার স্মৃতিকে জড়িয়ে
মন খারাপের খামে লুকিয়ে,
তোমারই আছি তোমার হয়ে।
শত অভিযোগ কথার আড়ালে
আজও ভাবি তুমি কেন হারালে,
তোমাতেই বাঁচি তোমার হয়ে।
জানি স্মৃতি সব হারিয়ে গেছে,
কারণেরা সব বারণের রঙে,
অনেকটা পথ একা চলে গেছে।
তবুও আজ বৃষ্টিরই মাঝে
ঘুনে ধরা সব কবিতার ভাঁজে,
এখনও খুঁজে পাই অজান্তে।
হেঁটেছি অনেকটা পথ একসাথে
আজো তুৃমি থাকো আমার, প্রার্থনাতে,
জানি তুমি হওনি সেবার আমার
তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।
নেই কোনও অভিযোগ আমার
তোমার স্বপ্নেরা পূর্নতা পাক,
আমি আছি সেই স্বপ্নেরই খোঁজে।
জানি আজ নেই তুমি আমার পাশে
ভাগ্যের যত নির্মম পরিহাসে,
তবু আমাদের গল্পেরা হাসে।
জেনো রেখো অভিলাষী স্বপ্ন আছে
শুরু হয়ে তোমাতেই থেমে গেছে,
কখনোই তা যাবেনা মুছে।
আজ তোমার নামেই আমি গান লিখি
সেই গানের সুরেই তোমায় ডাকি,
তুমি আছো কৃতজ্ঞতার মাঝে।
হেঁটেছি অনেকটা পথ একসাথে
আজও তুৃমি থাকো আমার, প্রার্থনাতে,
জানি তুমি হওনি সেবার আমার
তবুও পেয়ে যদি যাই, অপেক্ষাতে।।
إرسال تعليق